• ঢাকা
  • |
  • বুধবার ৫ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:০০:৫৭ (20-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

এ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: এ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।৩১ জুলাই বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁওয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।এপেক্সিয়ান শরীফ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে চিফ গেস্ট হিসেবে ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন এশিয়ান টেলিভিশনের হেড অফ নিউজ মো. সিরাজুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন, এসে. এ ডি ববি (LG, PNP), এসে. রেজুয়ান সাইদি  (LG, PNP), এসে. আসলাম হোসেন, (সাবেক এপেক্স গ্লোবাল চেয়ারম্যান, LG, PNP),এসে. ভুবন লাল ভারতি  (PNP), এপে. রুহুল মইন চৌধুরী  (PNP),  এপে. এ্যাড. মনিরুল ইসলাম পান্না (NP), এপে নাসিম আহম্মেদ (NVP), এপে. ড. এস এম হাসান আলী (IPNP), এসে. সুপোংকার বড়ুয়া (NIRD), এপে. ডা. হিমেল সাহা (NSD), এপে. আদনান হোসেন (NED), এপে. ডিএম সোলায়মান (জাতীয় সচিব), এপে. আব্দুল মাজেদ আজাদ (DG1), এপে. বশির আহম্মদ মনি (সুফি মনি) (DG-২), এপে. সৈয়দ মিয়া হাসান (DG-03), এপে জি এম মোশারফ হোসেন (DG-4), এসে. কুতুবুদ্দিন (DG-7), এপে. এ্যাড মোহাম্মাদ মঈনুল ইসলাম (NT) প্রমুখ।