• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৩:৩৮ (08-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৩:৩৮ (08-May-2024)
  • - ৩৩° সে:

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় রাশেদুজ্জামান গুরুতর আহত, গ্রেফতার হয়নি কেউ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার সুলতানপুর মহল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এশিয়ান টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি সাংবাদিক রাশেদুজ্জামান। হামলায় আহত ব্যক্তি হলেন এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান (রাশেদ)। তিনি নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক।৩০ মার্চ রবিবার বিকেলে শহরের সুলতানপুর শাকিদার পাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে জানা যায়। সন্ত্রাসী ক্ষমতাধর ব্যক্তি হওয়ায় সাংবাদিক হামলার পর থেকেই প্রকাশ্যে ঘুরে বেরাতেও দেখা গেছে।নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, ‘সাংবাদিকের উপর হামলার ঘটনায় পাঁচজনেকে অভিযুক্ত করে একটি লিখিত এজাহার পেয়েছি। এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য আমাদের একটি টিম কাজ করে যাচ্ছে। সাংবাদিক হামলার ঘটনায় করা এজাহারের আসামিরা যত ক্ষমতাধর বা শক্তিশালীই হোক না কেন দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।হামলাকারী ৫ আসামিরা হলো- নওগাঁ সদর উপজেলার সুলতানপুর শাখিদার পাড়ার সাজ্জাদ হোসেন ফটিকের ছেলে সালমান ফারাসি সৌরভ (৩৫), প্যান্টা সাকিদারের ছেলে মিজানুর রহমান (৩৭), মৃত সাইদূর রহমানের ছেলে সাঈদ হাসান শুভ (৩২) সর্ব সাং সুলতান পুর ও সোহাগ (৩২) ও সোহান (২৭) উভয়ই নওগাঁ সদর থানার অধিবাসী।রবিবার বিকেলে আজিজার নামে এক শিক্ষকের জমিসহ ৩ তিন তলা বাড়ি বিভিন্ন অন্যায় অত্যাচারে বিক্রি করার ঘটনা নিজ গণমাধ্যমে প্রাকাশের জন্য ভিডিও ধারণের কাজে সদর উপজেলার সুলতানপুর শাকিদার পাড়া মহল্লায় যান এশিয়ান টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান (রাশেদ)। বাড়িটির সামনে দাঁড়িয়ে কয়েকটি ছবি ও ভিডিও ধারণ করতে লাগলে সরিয়ে নিতে বলা হয় ক্যামেরা। তারপর থাপ্পড় মেরে মোবাইল কেরে নেওয়া হয়। পরে ভিডিয়ো ও কিছু ছবি ফোন থেকে ডিলিট করে রাশেদুজ্জামানের উপর ক্ষিপ্ত হন আসামিরা। নিজ মোবাইল ফোন ফেরত চাইতে গেলে সালমান ফারাসি সৌরভসহ তাঁর গুন্ডাবাহিনী দিয়ে সাংবাদিকের ওপর হামলা করেন তাঁরা। এ সময় পায়ে গুরুতর আঘাত পেয়ে ডান পা ভেঙে যায় রাশেদুজ্জামানের। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।হামলায় আহত রাশেদুজ্জামান (রাশেদ) বলেন, ‘হামলায় আমার চার হাত পা বেধে বেধড়ক মারধর করে এতে ডান পায়ের একটি হাড় গুরুতর আঘাত পেয়ে ভেঙে যায়। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছি।