• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:৫৪:৫৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:৫৪:৫৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মহিলাদের মাঝে আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।২১ এপ্রিল সোমবার বিকাল ৩ টায় গাজীপুর সদর উপজেলার অফিসার্স ক্লাবে এই ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাফিসা আরেফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।এসময় গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুর রহমান, গাজীপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোবারকসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় ৭ জন মহিলাদের মধ্যে ৭৫ হাজার টাকা করে মোট ৫ লক্ষ ২৫ হাজার টাকা ঋণ প্রদান করেন। এর আগে গাজীপুর সদর উপজেলার সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ১২ টি হুইল চেয়ার বিতরণ করেন তিনি। এসময় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সততার সাথে দায়িত্ব পালনে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠান শেষে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী গাজীপুর সদর উপজেলা চত্বরে বৃক্ষ-রোপণ করেন।