• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৫৩ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:১১:৫৩ (20-May-2024)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে কৃষি ব্যাংক শাখার উদ্যোগে সুবিধাভোগীদের ঋণ প্রদান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সীতাকুণ্ড উপজেলার কৃষি ব্যাংক শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন হল রুমে প্রকাশ্যে ৩০ জন সুবিধাভোগী গ্রাহকের মাঝে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।২৫ ফেব্রুয়ারি রোববার  সকাল ১১ টার দিকে মুরাদপুর ইউনিয়ন পরিষদ হল রুমে সীতাকুন্ড শাখা কৃষি ব্যাংকের উদ্যোগে কৃষি ঋণ  বিতরণের করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহাদাত হোসেন।৪নং মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম রেজাউল করিম বাহার সভায় সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তৌহিদুল  আলম সিদ্দিকী, কৃষি ব্যাংকের সুবিধাভোগীরা।চেয়ারম্যান এস এম রেজাউল বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষকদের উন্নত করছে কৃষি ঋণের মাধ্যমে। কৃষকদেরকে ঋণ দিয়ে আসছে এতে কৃষকেরা স্বাবলম্বী হচ্ছে। এতে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশে প্রতিটা উপজেলায় তাদের শাখা রয়েছে। এতে কৃষকদের সুবিধা দেয়া হচ্ছে।