• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ দুপুর ০২:৪৯:১৪ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ দুপুর ০২:৪৯:১৪ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

মতলবে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।১৩ জানুয়ারি সোমবার রাত ৮টায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের অলিপুর বাজার সংলগ্ন আসামির বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মো. বিল্লাল হোসেন উপজেলার অলীপুর গ্রামের মো. মৃত নুরুল হকের ছেলে।থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার এসআই মো. জাফর আহমেদ, এএসআই মো. রবিউল ও থানা পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দূর্গাপুর ইউনিয়নে অলিপুর বাজার সংলগ্ন আসামি বিল্লাল হোসেনের টিনসেড সেমিপাকা বসত ঘরের সামনে থেকে তাকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, আটক মাদক কারবারি বিল্লাল হোসেনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে।