• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩২ রাত ০৩:৪৩:৩৪ (04-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৯শে শ্রাবণ ১৪৩২ রাত ০৩:৪৩:৩৪ (04-Aug-2025)
  • - ৩৩° সে:

২৪ দফা ইশতেহার ঘোষণা করলো এনসিপি

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় শহীদ মিনারে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।৩ আগস্ট রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি ইশতেহার ঘোষণা শুরু করেন।ইশতেহারগুলো হলো-১। নতুন সংবিধান  ও সেকেন্ড রিপাবলিক২। জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার৩। গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার৪। ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার৫। সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন৬। জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৭। গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার৮। স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ৯। সার্বজনীন স্বাস্থ্য১০। জাতিগঠনে শিক্ষানীতি১১। গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব১২। ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্বার মর্যাদা১৩। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন১৪। মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি১৫। তারুণ্য ও কর্মসংস্থান১৬। বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি১৭। টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব১৮। শ্রমিক-কৃষকের অধিকার১৯। জাতীয় সম্পদ ব্যবস্থাপনা২০। নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা২১। জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা২২। প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার২৩। বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি২৪। জাতীয় প্রতিরক্ষা কৌশল