• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:০৮:৪১ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৮ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:০৮:৪১ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

শ্রীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩১ শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটা মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রদক্ষিণ করে।এসময় তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়াসহ আগামী বাজেটে তামাক পণ্যের দাম বাড়ানোসহ নানা ধরনের দাবি জানানো হয়।নাটাবের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব খানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের মানুষ আলোচনা সভায় অংশ নেন।