• ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০৯:০০ (15-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ৩১শে বৈশাখ ১৪৩১ রাত ০২:০৯:০০ (15-May-2024)
  • - ৩৩° সে:

‘গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, গাজা শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে। একইসঙ্গে ক্রমাগত অবনতি হওয়া পরিস্থিতি মানবিক যুদ্ধবিরতির প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে। গাজার দুঃস্বপ্ন একটি মানবিক সংকটের চেয়েও বেশি। এটি মানবতার সংকট।৬ নভেম্বর সোমবার নিউইয়র্কে জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ফিলিস্তিনিদের জনগণকে সাহায্য করার জন্য মানবিক আবেদন শুরু ঘোষণা দিয়ে অ্যান্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘ এবং এর অংশীদাররা গাজা, পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমের জনগণকে সাহায্য করার জন্য ১.২ বিলিয়ন ডলারের মানবিক আবেদন শুরু করতে যাচ্ছে।অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, সশস্ত্র সংঘাতের কোনো পক্ষই আন্তর্জাতিক মানবিক আইনের ঊর্ধ্বে নয়। চলমান সংঘাত বিশ্বকে কাঁপিয়েছে এবং অনেক নিরপরাধ জীবনকে ধ্বংস করেছে। সূত্র: বিবিসি