কুমিল্লায় অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকার অটোরিকশার ধাক্কায় মাইনুল হাসান (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে কুমিল্লার শাকতলা এলাকার জমজম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। মাইনুল একই এলাকার অটো রিক্সা চালক মফিজুল ইসলামের সন্তান।দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশাটিকে আটক করে চালককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের সোপর্দ করেছে। অটো রিক্সা চালক মো. মাসুম পুলিশ হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম।জমজম ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষক হাফেজ মোহাম্মদ ঈসমাইল জানান, মাইনুল ১৫ পাড়া কোরআন শরীফ হাফেজি শেষ করেছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও সে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার জন্য অন্য শিক্ষার্থীদের সাথে বের হয়। কিন্তু সে টমছমব্রীজ আঞ্জুমানে মফিদুল ইসলামের সামনে দুর্ঘটনায় পড়ে মৃত্যুবরণ করে। কিন্তু সেখানে তার যাবার কথা ছিল না।নিহত মাইনুল এর বাবা শোকার্ত মফিজুল ইসলাম এর সাথে কথা বলতে চাইলে তিনি কান্নায় ভেঙে পড়েন। সন্তান হারানোর বেদনায় বাকরুদ্ধ হয়ে আছেন তিনি।কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ঘটনার পর থানার একজন কর্মকর্তা তার পরিবারের খোঁজখবর নিচ্ছেন। অটোরিকশা চালক মাসুমকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে চাইলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।