• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ ভোর ০৫:২৬:২৮ (16-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩১ ভোর ০৫:২৬:২৮ (16-Jan-2025)
  • - ৩৩° সে:

অটোচুরির অভিযোগে আটক হাতকড়া পরা যু্বকের গানের ভিডিও ভাইরাল

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: হাতে হ্যান্ডক্যাপ পরা অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের রুমে বসে অটো চুরির অভিযোগে আটক যু্বকের গানগাওয়ার একটি ভিডিও ১৭ ডিসেম্বর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে।এর আগে, উপজেলার হামিন্দপুর কৈপাড়া এলাকা থেকে অটো ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটকের পর উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। পরে হ্যান্ডক্যাপ পরিয়ে তাকে পরীক্ষার জন্য হাসপাতালে নেয় সাদুল্লাপুর থানা পুলিশ।এরপর ওই যুবককে জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসারের রুমে নিয়ে বসানো হয়। সেখানে ওই যুবকের কণ্ঠে গান শোনেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রঞ্জনসহ দুই পুলিশ সদস্য। এরেই মধ্যে ১ মিনিট ৩১ সেকেন্ডের গানের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন বলেন, ভাইরাল হওয়া ভিডিওর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।