• ঢাকা
  • |
  • রবিবার ২০শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৫:৩২:২৭ (05-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

বামনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের মদিনা বাজার সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।৫ অক্টোবর ‍রোববার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে পুলিশ।উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু সালেহ হাওলাদার জানান, সকালে মদিনা বাজারের সাবেক চেয়ারম্যান নূরে আলম খানের বাড়ির সামনের মূল রাস্তার পাশে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দিলে তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা যায় ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিচয় শনাক্ত করা না গেলে বেওয়ারিশ হিসেবে মরদেহ দাফন করা হবে বলেও তিনি জানান।