• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:১৯:৪৫ (11-Oct-2025)
  • - ৩৩° সে:

রিয়েলমি ও রিকো ইমেজিংয়ের অংশীদারিত্বে মোবাইল স্ট্রিট ফটোগ্রাফিতে নতুন মানদণ্ড

১১ অক্টোবর ২০২৫ দুপুর ০২:০৬:৩২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক :  আসছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সাথে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে একটি অনুষ্ঠানে এ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হবে।

চার বছরের প্রস্তুতির পর ইমেজিং খাতের সহযোগিতাগুলোর মধ্যে এ কৌশলগত অংশীদারিত্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এই অংশীদারিত্ব উদযাপনে, দুইটি প্রতিষ্ঠান ‘ফোর ইয়ারস ইন ওয়ান স্ন্যাপ’ ভিডিও প্রকাশ করেছে, যেখানে চার বছরের যৌথ ইঞ্জিনিয়ারিং এবং বিশেষ করে, তাদের একসাথে তৈরি করা প্রথম পণ্য জিটি ৮ প্রো’র জন্য ডিজাইন করা কিছু ফিচার প্রকাশ করা হয়েছে।

Ad
Ad

এই অংশীদারিত্বের মূল বিষয় হচ্ছে, তরুণদের জন্য এমন টুল সরবরাহ করা যা তাদের নিজস্ব স্টাইল ও ব্যক্তিগত অভিব্যক্তি ফুটিয়ে তুলতে সহায়তা করবে; এবং ক্যামেরার ঐতিহ্যবাহী গুণমানকে মোবাইল ফটোগ্রাফিতে নিয়ে আসবে।রিয়েলমি ও রিকো জিআরের মধ্যে ব্যাপক কাস্টমাইজেশনের মধ্য দিয়ে, জিটি ৮ প্রো একটি অনন্য ইমেজিং অভিজ্ঞতা নিশ্চিত করতে যাচ্ছে, যেখানে অপটিক্যাল সক্ষমতা, কালার অ্যালগরিদম, ইমেজিং টোন ও রিকো জিআর ক্যামেরার প্রকৃত অনুভূতি অনুসরণ করে একটি স্বতন্ত্র ইউআই (ইউজার ইন্টারফেস) ডিজাইন করা হয়েছে । 
ডিভাইসটিতে রিকো জিআরের ৩০ বছরের ঐতিহ্য এবং এর আইকনিক ফিল্মের মতো নান্দনিক ও ৫টি ক্লাসিক ইমেজ টোনের সাথে রিয়েলমির মোবাইল ইমেজিংয়ের সক্ষমতা এবং বর্তমান প্রজন্মের পছন্দের প্রতি তাদের গভীর অন্তর্দৃষ্টির সমন্বয় করা হয়েছে। এই যৌথ উন্নয়ন ও ইঞ্জিনিয়ারিং স্ট্রিট ফটোগ্রাফি সংস্কৃতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

Ad

এ বিষয়ে রিয়েলমি গ্লোবালের ভাইস প্রেসিডেন্ট ও সিএমও চেইস সু বলেন, “মানুষ এখন একঘেয়ে ‘পারফেক্ট স্টাইল’ ছবি দেখে ক্লান্ত। একে অপরের সাথে মিল না রেখে এখন প্রতিদিনই সবাই তাদের নিজস্ব স্টাইল দেখাতে চায়।”
রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের ক্যামেরা বিজনেস ডিভিশনের জেনারেল ম্যানেজার কাজুনোবু সাইকি বলেন, “রিকো ইমেজিং ও রিয়েলমি উভয়কেই তরুণ ও সৃজনশীল ব্যবহারকারীরা পছন্দ করেন।

আমাদের এ অংশীদারিত্ব কেবল পণ্য উদ্ভাবন নয়; বরং, একটি সংস্কৃতি যা নতুন প্রজন্মকে স্ট্রিট ফটোগ্রাফি উপভোগ করতে এবং জীবনের সৌন্দর্য প্রতিদিন আবিষ্কার করতে অনুপ্রাণিত করবে।”
এ অংশীদারিত্ব কেবল নির্দিষ্ট কোনো পণ্যের সাথে সম্পর্কিত নয়; এটি স্ট্রিট ফটোগ্রাফি সংস্কৃতিকে মোবাইল যুগে নিয়ে আসার মতো একটি বিষয়। এই সহযোগিতার মাধ্যমে, এমনকি যারা সাধারণত ডেডিকেটেড ক্যামেরা ব্যবহার করেন না, তারাও জিটি ৮ প্রো’র মাধ্যমে স্ন্যাপশট ফটোগ্রাফি উপভোগ করার সুযোগ পাবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪১


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:০৬



সংবাদ ছবি
বন্দরে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:২৪



সংবাদ ছবি
১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:৪০



Follow Us