• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ বিকাল ০৪:৩৯:৩৯ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

সিডনি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন খাজা

২ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:০২:১৪

সিডনি টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন খাজা

খেলা ডেস্ক: অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজা। আসন্ন অ্যাশেজ সিরিজের শেষ টেস্ট খেলেই জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন ৩৯ বছর বয়সি এই অভিজ্ঞ ব্যাটার। 
১ জানুয়ারি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান তিনি।

Ad

উসমান খাজার ক্রিকেট ক্যারিয়ারের শুরু ও শেষ দুটোই হতে যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ২০১০-১১ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে এই মাঠেই টেস্ট অভিষেক হয়েছিল তার। প্রায় ১৪ বছর পর আবারও একই মাঠে, একই প্রতিপক্ষের বিপক্ষে অ্যাশেজের মঞ্চে খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের শেষ টেস্ট।

Ad
Ad

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৮৭টি টেস্ট ম্যাচ খেলেছেন খাজা। এসব ম্যাচে তিনি করেছেন ৬ হাজার ২০৬ রান, যার মধ্যে রয়েছে ১৬টি সেঞ্চুরি। সিডনি টেস্টে মাঠে নামলে তার টেস্ট ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৮৮-তে। দীর্ঘদিন অস্ট্রেলিয়ার টেস্ট দলের ওপেনিংয়ে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন তিনি। ডেভিড ওয়ার্নারের সঙ্গে তার ওপেনিং জুটি দলকে এনে দিয়েছে বহু সাফল্য। ওয়ার্নার আগেই অবসর নিয়েছেন, এবার সেই পথেই হাঁটলেন খাজাও।

তবে সাম্প্রতিক সময়ে খাজার ফর্ম ছিল কিছুটা মলিন। চলতি অ্যাশেজ সিরিজে তাকে চোটের সঙ্গেও লড়তে হয়েছে। এই সময়ে ওপেনিংয়ে সুযোগ পেয়ে ভালো পারফর্ম করেছেন ট্রাভিস হেড। ফলে একাদশে ফিরলেও ওপেনিংয়ে নিজের জায়গা ধরে রাখতে পারেননি খাজা। এমন প্রেক্ষাপটেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

আগামী ৪ জানুয়ারি শুরু হবে সিডনি টেস্ট। এর আগেই সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ জয় নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টটি তাই খাজার জন্য হতে যাচ্ছে এক আবেগঘন বিদায়ী ম্যাচ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদক জব্দ
কুড়িগ্রামে বিজিবির অভিযানে মাদক জব্দ
২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৬:২৪







শীত নিয়ে বড় দুঃসংবাদ
শীত নিয়ে বড় দুঃসংবাদ
২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:১৮:২৮



Follow Us