• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:২৮:৪১ (27-Nov-2025)
  • - ৩৩° সে:

বিপিএলে নোয়াখালীর হেড কোচ সুজন

২৭ নভেম্বর ২০২৫ দুপুর ০১:২৫:০৬

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে নোয়াখালী এক্সপ্রেসের হেড কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। নোয়াখালী এক্সপ্রেস ফ্র‍্যাঞ্চাইজির সূত্রে এই তথ্য জানা গেছে৷

Ad

বিপিএলের গত আসরে ঢাকা ক্যাপিটালসের কোচ ছিলেন সুজন। তার আগে দায়িত্ব পালন করেছেন রাজশাহী এবং চট্টগ্রামের কোচ হিসেবে। বাংলাদেশ জাতীয় দলেও লম্বা সময় দায়িত্ব পালন করেছেন টিম ডিরেক্টর হিসেবে। এবার নোয়াখালীর দায়িত্ব পেলেন অভিজ্ঞ এই কোচ।

Ad
Ad

এবারের বিপিএলে দল পাওয়ার বিষয়ে সবার শেষে জানতে পারে নোয়াখালী এক্সপ্রেসের মালিকপক্ষ। তবে বিসিবির নিশ্চয়তা পাওয়ার পরই দল গোছাতে লেগে পড়েছে তারা। হেড কোচের বিষয়ে সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রাথমিকভাবে দুই পক্ষই সম্মতিতে পৌঁছেছে। সুজন দেশের বাইরে থাকায় আনুষ্ঠানিক চুক্তি এখনও স্বাক্ষর হয়নি। আগামী ২৮ নভেম্বর শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।

নোয়াখালী নাম নিয়ে এবারই প্রথম কোনো দল খেলবে বিপিএলে। তবে এই ফ্র‍্যাঞ্চাইজির খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল অনেক। বাংলা মার্ক নামে একটি প্রতিষ্ঠান নোয়াখালী জেলার নামে ফ্র‍্যাঞ্চাইজি নেয়ার জন্য আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তারা বাদ পড়ায় নোয়াখালী দল পাওয়ার স্বপ্নও নিভে যেতে শুরু করে।

তবে নোয়াখালীর ভাগ্য সুপ্রসন্ন হয় রাজশাহীর কারণে। রাজশাহীর নামে দুটি প্রতিষ্ঠান দল নিতে আগ্রহী হওয়ায় শেষ পর্যন্ত দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দিতে রাজি হয় বিসিবি।

নোয়াখালীর অন্তর্ভূক্তিতে বিপিএলের আসন্ন আসর মাঠে গড়াবে ৬ দল নিয়ে। আগামী ১৯ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ ও ১৬ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৩০ নভেম্বর বিপিএলের নিলাম অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
সিসিইউতে বেগম খালেদা জিয়া
২৭ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৩০:০১


সংবাদ ছবি
কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত
২৭ নভেম্বর ২০২৫ দুপুর ০২:২৫:৪৩







Follow Us