স্পোর্টস ডেস্ক: পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল এর আগে কখনও কোনো আফ্রিকান দল সেনেগালের বিপক্ষে জয়ের দেখা পায়নি। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। উড়তে থাকা সেনাগালকে ২-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিলো ব্রাজিল।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর শনিবার দিনগত রাতে তেরাঙ্গার সিংহদের হারিয়ে শোধ নিয়েছে দুই বছর আগের হারের। কার্লো আনচেলত্তির দলের হয়ে প্রথমার্ধে দুটি গোল করেছেন কিশোর প্রতিভা এস্তেভাও ও অভিজ্ঞ কাসেমিরো।


পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। তারা মোট ১৪টি শট নেয়, যার ছয়টি লক্ষ্যে ছিল। এরমধ্যে দুইটি গোলে পৌঁছায়। অন্যদিকে, দুই বছর আগে লিসবনে পিছিয়ে থেকেও ৪-২ গোলে জেতা সেনেগাল এদিন ১১টি শট নিলেও মাত্র একটি ছিল অন টার্গেট।
এর আগে, ২০১৯ সালের অক্টোবরে প্রথমবার মুখোমুখি হয় ব্রাজিল ও সেনেগাল, যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ২০২৩ সালের জুনে আবার মুখোমুখি হয় ব্রাজিল সেনেগাল। সেবারও হার মানে সেনেগালের কাছে। এবার সেই হারের প্রতিশোধ নিলো আনচেলত্তির শিষ্যরা। আফ্রিকান কোনো দেশের বিপক্ষে এটি ছিল তাদের পঞ্চম ম্যাচ, আর প্রথম জয়।
বিশ্বকাপ বাছাইপর্ব শেষে গত মাসে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল—দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারালেও জাপানের কাছে ৩-২ গোলে হেরে যায়। ব্রাজিল কোচ হিসেবে আনচেলত্তির এটি সাত ম্যাচে চতুর্থ জয়।
আগামী মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available