• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা পৌষ ১৪৩২ রাত ০১:২৬:৫৮ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

মাউন্ট মঙ্গানুই টেস্ট

ল্যাথাম–কনওয়ের সেঞ্চুরিতে কিউইদের রেকর্ড

১৮ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:০৭:০২

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: মাউন্ট মঙ্গানুইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে রেকর্ড গড়ে দাপট দেখিয়েছে নিউজিল্যান্ড। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে স্বাগতিকরা দিনটি শেষ করেছে দারুণ অবস্থানে। ওপেনিং জুটিতে টম ল্যাথাম ও ডেভন কনওয়ের ৩২৩ রানের জুটি গড়ে ওঠে, যা নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি।

Ad

এর আগে সিরিজের প্রথম টেস্ট নাটকীয়ভাবে ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হওয়া তৃতীয় টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত দিয়েছে কিউইরা।

Ad
Ad

ল্যাথাম ও কনওয়ে ৮৬.৪ ওভার ব্যাট করে ৩২৩ রানের জুটি গড়েন। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনও রয়েছে ১৯৭২ সালে জর্জটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্লেন টার্নার ও টেরি জার্ভিসের ৩৮৭ রানের জুটির দখলে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটি সর্বোচ্চ ওপেনিং জুটি। এর আগে ২০১৯ সালে ভারতের রোহিত শর্মা ও মায়াঙ্ক আগারওয়ালের ৩১৭ রানের জুটিই ছিল সেরা।

টেস্ট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড দক্ষিণ আফ্রিকার গ্রাহাম স্মিথ ও নিল ম্যাককেঞ্জির। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে তারা গড়েছিলেন ৪১৫ রানের জুটি।

এদিন অধিনায়ক টম ল্যাথাম ২৪৬ বল খেলে ১৩৭ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ১৫টি চার ও একটি ছক্কা। অন্যদিকে ডেভন কনওয়ে দিন শেষে ১৭৮ রানে অপরাজিত আছেন। নাইটওয়াচম্যান হিসেবে নামা জ্যাকব ডাফি ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।

ওয়েস্ট ইন্ডিজের বোলাররা প্রথম দুই সেশনে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। মধ্যাহ্নভোজন পরবর্তী সেশনে তাদের কোনো মেডেন ওভারও ছিল না। তবে দিনের শেষভাগে নতুন বল নিয়ে একটি উইকেট তুলে নিয়ে কিছুটা স্বস্তি পায় ক্যারিবীয়ানরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ওসমান হাদি ইন্তেকাল করেছেন
১৯ ডিসেম্বর ২০২৫ রাত ১২:২৭:১১



সংবাদ ছবি
মনোনয়নপত্র নিলেন মির্জা ফখরুল
১৮ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:৫৬




সংবাদ ছবি
ফসলি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে হত্যা
১৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৮:৩৮


Follow Us