স্পোর্টস ডেস্ক: ঢাকায় শেষ হয়েছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এবারের প্রতিযোগিতায় ভারত ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।


এই তিন আর্চারের প্রত্যেককে পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ১৪ নভেম্বর শুক্রবার বিকালে পুরস্কার বিতরণী শেষে ক্রীড়া উপদেষ্টা এই ঘোষণা দেন।
পুরস্কার বিতরণী শেষে আসিফ মাহমুদ বলেন, ‘অলিম্পিকে গোল্ড মেডেল পেতে হলে যাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মতো ফ্যাসিলিটিজ থাকতে হয়। সে ক্ষেত্রে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে সক্ষমতা আছে সেভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করবো। এটা সত্যি বিশ্বের বহুল জনসংখ্যার দেশের মধ্যে একটি হলেও, অলিম্পিকে গোল্ড নেই আমাদের।’
তিনি আরও বলেন, ‘তবে আমি আশা করি এই আর্চারির মাধ্যমে আমরা গোল্ড পাবো। আর এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঘোষণাও দিতে চাই যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে যে তিনজন পদক পেয়েছেন, আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের প্রত্যেককে দশ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করছি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available