স্পোর্টস ডেস্ক: লাতিন-বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচের ব্রাজিলিয়ান কাপের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশের রাইজিং স্টার। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টাইনদের রুখে দিয়েছে স্বাগতিকরা।

৮ ডিসেম্বর সোমবার জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিক চার্লেন বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ দল। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেছেন ইব্রাহিম নেওয়াজ।


এদিন খেলা শুরুর মাত্র চার মিনিটেই প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজের গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ঐতিহাসিক সূচনা করে। প্রথম ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হারের পর এই গোলটি দর্শকদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করে।
তবে, ২২ মিনিটের মাথায় বাংলাদেশের আরও একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়, যা ছিল প্রথমার্ধের অন্যতম নাটকীয় মুহূর্ত। এরপরও বাংলাদেশ তাদের রক্ষণভাগ দৃঢ় রেখে লিড ধরে রাখতে সক্ষম হয়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্জেন্টিনার ক্লাব অ্যাটলেটিকো চার্লোন আক্রমণের মাত্রা বাড়ায়। ৫০ মিনিটে একটি কর্নার থেকে দুর্দান্ত হেডের মাধ্যমে গোল করে খেলায় সমতায় আসে তারা। ১-১ গোলে সমতা আসার পর ম্যাচের গতি আরও বাড়ে। উভয় দলই জয়সূচক গোলের জন্য আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়।
এদিন ম্যাচের ৭২তম মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় দুই দলের ফুটবলাররা। এই ঘটনায় উভয় দলের একজন করে মোট দুজনকে লাল কার্ড দিয়েছে রেফারি।
ম্যাচের শেষ পর্যন্ত বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই তা কাজে লাগাতে পারেনি। ফলে, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হিসেবে সমাপ্ত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available