• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ দুপুর ০২:৪২:৩০ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের ম্যাচ চেন্নাই ও কেরালায় আয়োজনের কথা ভাবছে আইসিসি

১২ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৪:২০

বাংলাদেশের ম্যাচ চেন্নাই ও কেরালায় আয়োজনের কথা ভাবছে আইসিসি

স্পোর্টস ডেস্ক: সূচি অনুযায়ী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে, অন্যটি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। কিন্তু বিক্ষোভের মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা শঙ্কা দেখিয়ে বাংলাদেশ ভারতে খেলতে চাচ্ছে না। বিসিবির দাবি ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের।

Ad

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার মাটিতে। বাংলাদেশও তেমন ব্যবস্থাই চায়। এ নিয়ে আইসিসিকে কয়েক দফা চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। আইসিসি থেকে এখনও কোনো সাড়া না মিললেও দুদিন আগে বুলবুল বলেছেন, সোম-মঙ্গলবারের মধ্যে আইসিসির কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Ad
Ad

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে গতকাল ভারত ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল আইসিসি প্রধান জয় শাহর। সাক্ষাৎ হয়েছে কি না জানা না গেলেও ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা খুবই কম। এগুলো দক্ষিণ ভারতে তথা চেন্নাই ও কেরালায় আয়োজনের কথা ভাবছে আইসিসি ও বিসিসিআই। চেন্নাইয়ে ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে তামিল নাডু ক্রিকেট অ্যাসোসিয়েশনের চিপক ও কেরালায় থিরুভানান্থাপুরামের কোনো মাঠের কথা। দুই অ্যাসোসিয়েশনের সঙ্গে আইসিসি ও বিসিসিআই যোগাযোগ করেছে।

থিরুভানান্থাপুরামে বিশ্বকাপের কোনো ম্যাচ না থাকলেও চিপক ৭টি ম্যাচের আয়োজক। এখানে ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা। এই ভেন্যুতে সুপার এইটের একটি ম্যাচও অনুষ্ঠিত হবে।

আইসিসির ভাবনা এমন হলেও বাংলাদেশ ভারতের কোনো ভেন্যুতেই খেলতে চায় না। এ নিয়ে গত পরশু বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতই। ভেন্যু বলে তো কোনো কথা নেই। যেহেতু আপনারা জানেন যে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানেই আছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামায়াত প্রার্থীর মনোনয়ন আপিলেও বাতিল
জামায়াত প্রার্থীর মনোনয়ন আপিলেও বাতিল
১২ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩৪:২৬






Follow Us