বিনোদন ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত রক সংগীতশিল্পী ও গ্রেটফুল ডেড ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা বব ওয়্যার আর নেই। তিনি ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। গায়কের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতি দেয়া হয়। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পরপরই সংগীতপ্রেমী ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বব ওয়্যারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া বিবৃতিতে জানানো হয়, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে তিনি তা জয় করেছিলেন। তবে শেষ পর্যন্ত ফুসফুসজনিত জটিলতায় তিনি মারা যান। বিবৃতিতে বলা হয়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় ববি ওয়্যার শান্তিপূর্ণভাবে মারা গেছেন। প্রিয়জনদের সান্নিধ্যে থেকেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


বিবৃতিতে আরও বলা হয়, ছয় দশকেরও বেশি সময় ধরে ববি ছিলেন রাস্তায় একজন গিটারিস্ট, কণ্ঠশিল্পী, গল্পকার এবং গ্রেটফুল ডেডের অন্যতম প্রতিষ্ঠাতা। তার সংগীত শুধু শ্রোতাদের ভালো লাগেনি বরং আত্মাকে উষ্ণ করেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি একটি সংগীত পরিবার গড়ে তুলেছেন।
বব ওয়্যারের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ভক্ত ও সহশিল্পী শ্রদ্ধা জানিয়েছেন। বব ওয়্যার গ্রেটফুল ডেড ব্যান্ডের সহপ্রতিষ্ঠাতা হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। ১৯৯৫ সালে ব্যান্ডটি ভেঙে যাওয়ার পর তিনি ‘দ্য আদার ওয়ানস’, পরে ‘দ্য ডেড’ ব্যান্ডে পারফর্ম করেন। পাশাপাশি তিনি কিংফিশ, বব ওয়্যার ব্যান্ড, ববি অ্যান্ড দ্য মিডনাইটস, র্যাটডগসহ একাধিক ব্যান্ড প্রতিষ্ঠা ও নেতৃত্ব দেন।
গ্রেটফুল ডেডে তিনি মূলত রিদম গিটার বাজাতেন এবং রক অ্যান্ড রোল ও কান্ট্রি ধারার বহু গান গেয়েছেন। ১৯৯৪ সালে গ্রেটফুল ডেডের সদস্য হিসেবে তিনি রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। ২০২৪ সালে ব্যান্ডটির সদস্য হিসেবে কেনেডি সেন্টার অনার্সে সম্মানিত হন বব ওয়্যার।
সূত্র: ইয়ন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available