• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ সকাল ০৮:৫৭:২৩ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৭:৫১

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে  নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।

Ad

৭ জানুয়ারি বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস পোস্ট করে তিনি এই আহ্বান জানান।

Ad
Ad

পোস্টে হান্নান মাসউদ লেখেন, তিনি এমন রাজনীতিতে বিশ্বাস করেন যেখানে ক্ষমতার চেয়ে মানুষ, স্বার্থের চেয়ে সততা এবং প্রভাবের চেয়ে ন্যায়বিচার বড়। তাঁর মতে, উন্নয়ন শুধু অবকাঠামো নয়, বরং বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গড়ে তোলাই আসল উন্নয়ন।

তিনি জানান, তাঁর রাজনীতি কোনো ব্যক্তি বা প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হোক—এটি তিনি চান না। বড় অঙ্কের অর্থ ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণে চাপ সৃষ্টি করতে পারে বলেই তিনি দাবি করেন। হান্নান মাসউদের ভাষ্য, ‘যার অর্থে রাজনীতি চলে, শেষ পর্যন্ত রাজনীতি তার কথাই শোনে—আমি চাই আমার রাজনীতি শুনুক হাতিয়ার সাধারণ মানুষের কথা।’

তিনি বলেন, সমর্থকদের ছোট ছোট অবদান শুধু নির্বাচনী তহবিল নয়, বরং এটি একটি নৈতিক অবস্থান—হাতিয়ার মানুষ নিজেদের প্রতিনিধি নিজেরাই গড়ে তুলতে চান—এ কথার বহিঃপ্রকাশ। ভবিষ্যতে জনগণের কাছে জবাবদিহির নৈতিক শক্তি হিসেবেই এটিকে দেখছেন তিনি।

কাজের মাধ্যমে আস্থার প্রতিদান দেওয়ার অঙ্গীকার করে হান্নান মাসউদ বলেন, হাতিয়ায় ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়ন বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের শক্তিতেই সৎ ও ইনসাফভিত্তিক রাজনীতি সম্ভব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
তেঁতুলিয়ায় আজকের তাপমাত্রা ৬.৯ ডিগ্রি
৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫১:৪৬








৭ দিনে এলো ১১ হাজার কোটি টাকার প্রবাসী আয়
৭ দিনে এলো ১১ হাজার কোটি টাকার প্রবাসী আয়
৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪১

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:০৮


Follow Us