• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৫২:১৯ (31-Oct-2025)
  • - ৩৩° সে:

মাদক কারবারি ও প্রশ্রয়দাতাদের উদ্দেশে ফেসবুকে ইউএনও’র খোলা চিঠি

৩১ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৬:৫৫

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: এলাকার মাদক কারবারি ও মাদকের প্রশ্রয়দাতাদের উদ্দেশে খোলা চিঠি দিয়ে সতর্ক করেছেন নওগাঁ জেলার পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। ৩০ অক্টোবর বৃহস্পতিবার রাতে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে এক পোস্ট দিয়ে তিনি এ সতর্ক বার্তা দেন।

Ad

ফেসবুক পোস্টে তিনি মাদক কারবারি, সুবিধাভোগী ও প্রশ্রয়দাতাদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘মাদক শুধু অপরাধ নয়, এটি পাপাচারের স্থায়ী উৎস। মাদক এমন এক ব্যাধি, যা প্রায় সব বড় অপরাধের মূল উৎস। আপনি সরাসরি মাদক বিক্রি না করলেও যদি আড়াল থেকে এ ব্যবসায় সহায়তা করেন, তবে সেই অপরাধের অংশীদার আপনি নিজেও।’

Ad
Ad

তিনি বলেন, ‘হাশরের ময়দানে আপনি খুন না করলেও খুনিদের কাতারে থাকবেন, ধর্ষণ না করলেও ধর্ষকদের পাশে দাঁড়াতে হবে— কারণ আপনি ছিলেন সেই বিষের সরবরাহকারী। আপনি নিজের হাতে নষ্ট করছেন আপনার সন্তানের ভবিষ্যৎ, স্ত্রীর মর্যাদা, বাবা-মায়ের সম্মান। একা আপনি নয়, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার এই পথভ্রষ্টতায়। মাদক হলো এমন এক আগুন, যার ধোঁয়া সমাজের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে, বাড়ে অপরাধ, ভাঙে পরিবার, হারিয়ে যায় তরুণ প্রজন্মের স্বপ্ন ‘

সাম্প্রতিক অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে ইউএনও লেখেন, ‘আজকের অভিযানে এক মাদক ব্যবসায়ীর ছোট্ট কন্যা ও অসহায় স্ত্রীর চোখে লজ্জা আর কান্না দেখেছি। কিন্তু যাদের দেখার কথা, তারা দেখছে না, ভাবছে না।’

তওবার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টের শেষাংশে ইউএনও লিখেছেন, ‘জীবনের কোনো মুহূর্তে যদি আপনি তওবা করে ফিরে আসেন, সেটিই হবে আপনার প্রকৃত জয়। মাদক নয়, মানবতা বেছে নেওয়াই মানুষের সর্বোচ্চ সাহস।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
ডেঙ্গুতে মৃত্যু শূন্য দিনে হাসপাতালে ৫০৬
৩১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৪:৪৯

সংবাদ ছবি
লংগদুতে বিপুল পরিমাণ ভায়তীয় সিগারেট জব্দ
৩১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:০৭:৪৮







Follow Us