• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:২৩:৫০ (02-Oct-2025)
  • - ৩৩° সে:

আজ শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী, বিকেলে বিসর্জন

২ অক্টোবর ২০২৫ সকাল ০৯:০৭:০২

সংবাদ ছবি

ডেস্ক রিপোর্ট: মহাধুমধামে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

আজ ২ অক্টোবর বৃহস্পতিবার সকালে দেবীর দশমী বিহিত পূজা দিয়ে শুরু হবে দিনব্যাপী আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের, যা শুরু হয়েছিল গত রোববার।

Ad
Ad

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর পূজা শুরু হবে সকাল ৯টা ৫৭ মিনিটে। দর্পণ বিসর্জনের পর দুপুর ১২টায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন থাকবে, যা প্রতিবছর বিজয়া দশমীতে নিয়মিতভাবে পালন করা হয়। বিকেল ৩টা থেকে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা।

Ad

এর আগে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা আনা হবে ঢাকেশ্বরী মন্দিরে। শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে (ওয়াইজঘাট) প্রতিমা নিরঞ্জন হবে সন্ধ্যার মধ্যে। এ বছর দেবীর আগমন হয়েছিল গজে, আর গমন হচ্ছে দোলায়।

বিজয়া দশমীতে পূজা ও দর্পণ বিসর্জনের পর সিঁদুরখেলার আয়োজন থাকবে বিভিন্ন মন্দিরে। এ আয়োজনে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করে তা ধারণ করেন এবং একে অন্যের কপাল ও চিবুকে সিঁদুর পরিয়ে দেন। সিদ্ধেশ্বরী মন্দির, বনানী মণ্ডপ ও ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মণ্ডপে এ আয়োজন থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us