• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:১৯:২৪ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

ধর্ম ও জীবন

ইসলামের দাওয়াত দিলেন মাওলানা মুহাম্মদ মুজিবুল হক

১৪ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:০১:৪২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ‘দি মেসেজ’র পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আয়োজিত মহিলা মাহফিলে মাওলানা মুহাম্মদ মুজিবুল হক রসুলুল্লাহ (দ.) ভালোবাসা, উদারতা, নমনীয়তা এবং শ্রদ্ধাবোধ প্রদর্শনের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন।

১৩ সেপ্টেম্বর শনিবার শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলননূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ্যে “রবিউল আউয়াল- প্রথম বসন্ত! নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র প্রেমে স্নাত হোক প্রতিটি মুমিনের হৃদয়”  শীর্ষক মহিলা মাহফিল নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটিস্থ কুঞ্জে আফিয়াতে অনুষ্ঠিত হয়।

জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় মাহফিলের  নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করেন মাদ্রাসা- এ গাউসুল আযম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক ও শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মুজিবুল হক।

তিনি বলেন, রসুলুল্লাহ (দ.)- ভালোবাসা, উদারতা নমনীয়তা এবং শ্রদ্ধাবোধ প্রদর্শনের মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন। এই শিক্ষাগুলো আমাদেরকে ধারণ করতে হবে।  

তিনি আরও বলেন, আল্লাহর হাবীবের কারণে গোটা জমিনকে পবিত্র করে দেয়া হয়েছে। সমস্ত জমিন নামাজের জন্য উপযুক্ত করে দেয়া হয়েছে। রাসূলে পাকের সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। রাসূলে পাকের সুন্নাত এবং মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য মুক্তির পাথেয় হবে। এছাড়াও তিনি কোরআন সুন্নাহ্ আলোকে নারীর মর্যাদা বিষয়েও আলোকপাত করেন।

মাহফিলে কোরআন থেকে তিলাওয়াত করেন সৈয়দা সিদরাতুল মুনতাহা। নাতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন হামিদা রশিদ সুমাইয়া এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মিফতাহুল জান্নাত। মিলাদ, ক্বিয়াম এবং বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মুসল্লিম উম্মাহর জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা ও করে মাহফিল সম্পন্ন হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
রাতের আঁধারে সক্রিয় বুটেক্সে মাদক নেটওয়ার্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৮:৪১


সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ৮ মাসে ৮৫ খুন
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৫:০০




সংবাদ ছবি
আইসিসিএলে একটি ইভেন্ট বুকিং করলে অন্যটি ফ্রি!
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:০০

সংবাদ ছবি
সেনবাগে ৬ সন্তানের জন্ম দিয়ে এক প্রসূতি
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩১