নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাবে। তার মতে, তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে।

২৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল জানান, শুক্রবার বাদ জুমা দুপুর ২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এর আগে, দীর্ঘ ১৭ বছর পর ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছান তারেক রহমান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
ঢাকা বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। পরে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রটোকলের মধ্যে বুলেটপ্রুফ বাসে করে তাকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় স্থাপিত সংবর্ধনা মঞ্চে নেওয়া হয়। এ সময় বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সড়কের দুই পাশে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available