• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:১০:৫০ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

‘ভোটের লড়াই’ মোকাবিলায় মাঠে নামার আহ্বান তারেক রহমানের

১২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪০:৪০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনী পরিস্থিতিকে ‘ভোটের লড়াই’ হিসেবে বর্ণনা করে তা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Ad

১১ ডিসেম্বর বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় সারা দেশ থেকে আসা দলের বিভিন্ন স্তরের নেতাদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান। কর্মশালায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।

Ad
Ad

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা পরীক্ষিত নেতা-কর্মী। শত নির্যাতন-অত্যাচার সত্ত্বেও আপনারা দলকে ধরে রেখেছেন। ওয়ান-ইলেভেনের সময় থেকে শুরু করে গত ১৫ বছরের স্বৈরাচারী শাসনের নানা ষড়যন্ত্র আপনারাই মোকাবিলা করেছেন। তাহলে সামনে যে নির্বাচনী যুদ্ধ—তা কি আপনারা মোকাবিলা করতে পারবেন না? অবশ্যই পারবেন। দলের জনগণকেন্দ্রিক পরিকল্পনাগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে, আপনাদেরই করতে হবে।”

তিনি বলেন, “দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন জনগণের সমর্থন, আর সেই সমর্থন আদায়ের জন্য প্রয়োজন আপনাদের আন্তরিক উদ্যোগ। আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে পরিশ্রম করবেন দলের পরিকল্পনায় সাফল্য আনতে। আপনাদের সামনে থাকবে ধানের শীষ—কোনো ব্যক্তি নয়। ধানের শীষের পক্ষে জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করতে হবে, ব্যালট বাক্সে সেই সমর্থন নিয়ে যেতে হবে।”

তারেক আরও বলেন, “শুধু মিটিং করলেই হবে না। ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ঘরে ঘরে যেতে হবে, মাঠে যেতে হবে, কৃষকের ক্ষেতে যেতে হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, মা-বোন, তরুণ-তরুণী, যুবক—সবাইকে কাছে যেতে হবে। আপনারা স্বৈরাচার ও নানা ষড়যন্ত্র মোকাবিলা করতে পেরেছেন; গণতন্ত্র প্রতিষ্ঠার এই কাজেও সফল হবেন বলে আমি বিশ্বাস করি।”

তিনি সতর্ক করে বলেন, “আপনারা না গেলে অন্য কেউ গিয়ে জনগণের মাঝে মিথ্যা-বিভ্রান্তি ছড়াবে। তাই জনগণকে সত্য জানাতে মাঠে আপনাদের সক্রিয় উপস্থিতি জরুরি।”

কর্মশালাটির সভাপতিত্ব করেন ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরাও কর্মশালায় বক্তব্য রাখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ঢাকায় জেঁকে বসেছে শীত
১২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫১:৩৬


সংবাদ ছবি
আজ মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা
১২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৩৯:৩৩

সংবাদ ছবি
উল্লাপাড়ায় জামায়াতের সংবাদ সম্মেলন
১২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:২৯:৩৪

সংবাদ ছবি
জাদুঘর থেকে ছয় শতাধিক নিদর্শন চুরি
১২ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:০৭:৪৯





Follow Us