নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশে বিনিয়োগ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেছেন, শিল্প-কারখানা স্থবির হয়ে আছে, নতুন কর্মসংস্থান নেই এবং বেকারত্ব বেড়েছে। এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন ছাড়া আর কোনো বিকল্প নেই।

৮ ডিসেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী জ্বালানি ব্যবসায়ী এসোসিয়েশন আয়োজিত ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও জ্বালানি খাতে অব্যবস্থাপনা, আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।


আব্দুস সালাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বলেন, শত কিছুর মুখেও খালেদা জিয়া আমাদের মাঝে আছেন। তিনি সুস্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে আরও সময় দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি মনে করেন, দেশের সংকট এখনো কাটেনি, গণতন্ত্র এখনো ফিরে আসেনি।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকারের দূরদর্শী সিদ্ধান্তের অভাবে রাষ্ট্রের সব সেক্টরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, যেকোনো সফলতার জন্য সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রয়োজন। স্বাধীনতার পর থেকেই অব্যবস্থাপনার কারণে চুরি, ছিনতাই, দুর্ভিক্ষ—সবই দেখেছি এবং গত ১৭ বছরেও একই চিত্র দেখা গেছে।
তিনি আরও দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের পর অল্প সময়েই রাষ্ট্রের প্রতিটি সেক্টর সংস্কার করেছিলেন, যার সুফল এখনো জনগণ পায়।
জ্বালানি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল হক বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল দক্ষিনের আহ্বায়ক মাওলানা আলমগীর হোসাইন খলিলী, সদস্য সচিব ফারুক হোসেন রুদ্র, ব্যবসায়ী সংগঠনের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস ভুঁইয়াসহ অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available