• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৪০:২৬ (09-Oct-2025)
  • - ৩৩° সে:

পিআর পদ্ধতি চালু হলে স্বৈরাচার তৈরির পথ বন্ধ হবে: মাও. আবদুল হালিম

৯ অক্টোবর ২০২৫ সকাল ১০:৫২:২১

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, পিআর পদ্ধতি চালু হলে ফ্যাসিস্ট তৈরি হওয়া বন্ধ হবে৷পিআর হলে কর্তৃত্ববাদীর রাজনীতি বন্ধ হবে। পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত হবে।

৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর একটি অভিজাত হোটেলে জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

Ad
Ad

মাও. আবদুল হালিম আরও বলেন, আমরা মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। তাই আমরা জনগণের স্বার্থে ফেব্রুয়ারি মাসে নির্বাচন আদায় করে ছাড়বো। জামায়াতে ইসলামী মনে করে, অবশ্যই গণভোট হতে হবে এবং সেটা নভেম্বরের মধ্যেই হতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট একইসাথে হলে বিড়ম্বনা পোহাতে হবে।

Ad

কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মু. শফিকুল আলম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুর উদ্দিন, কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি শহিদ উল্লাহ, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি লুৎফুর রহমান, কুমিল্লা বার্ডের সাবেক মহাপরিচালক ড.বমাসুদুল হক চৌধুরী, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা.সফিকুর রহমান পাটোয়ারী। ওলামাদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা জালাল উদ্দীন, ছাত্রশিবির কুমিল্লা মহানগরী সভাপতি হাসান আহম্মেদ প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us