• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩২ সকাল ১১:০০:৩৫ (09-Oct-2025)
  • - ৩৩° সে:

৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে গেলেন খালেদা জিয়া

৯ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩৪:৫১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৭ বছর পর জিয়াউর রহমানের সমাধিতে গেলেন তিনি। এর আগে ২০১৮ সালে সমাধি প্রাঙ্গণে গিয়েছিলেন খালেদা জিয়া।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে তিনি সেখানে যান এবং ১১টা ২০ মিনিটের দিকে বাসার উদ্দেশ্যে রওনা হন। এর আগে রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসা ফিরোজা থেকে খালেদা জিয়া রওনা হন।

Ad
Ad

শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত ও দোয়া করেন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Ad

দলের স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির সম্পাদকমণ্ডলীর এক নেতা জানান, ম্যাডাম হঠাৎ জানান যে উনি কবর জিয়ারত করবেন। সেই অনুযায়ী উনাকে সেখানে নেওয়া হয়েছে। এ কারণে আগে থেকে দলের অন্য সদস্যদের কিছুই জানানো হয়নি।

বিএনপির আরেক নেতা বলেন, ম্যাডাম হঠাৎ করে কেন কবর জিয়ারত করতে এসেছেন, তা জানি না। তবে তিনি ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে কবর জিয়ারত করেন। কারাগারে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। মুক্ত হওয়ার পর আর সেখানে যাননি তিনি।

ওই নেতা আরও বলেন, ম্যাডাম এখন আগের তুলনায় বেশ সুস্থ আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us