• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই ভাদ্র ১৪৩২ সকাল ১০:৩৪:৪৮ (29-Aug-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

২৯ আগস্ট ২০২৫ সকাল ০৮:৩৬:২১

সংবাদ ছবি

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

২৮ আগস্ট বৃহস্পতিবার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন। রাত ১১টা ৪৩ মিনিটে তিনি বাসায় পৌঁছান বলে জানায় বিএনপির মিডিয়া সেল।

এর আগে, সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশানে চেয়ারপারসনের বাস ভবন থেকে রওনা করে রাত ৮টায় তিনি বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করে মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ারে নেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ