নিজস্ব প্রতিবেদক: ঢাকা–১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাজধানীর হাজারীবাগের গণকটুলী সিটি কলোনিতে আয়োজিত শ্রীশ্রী তারকব্রক্ষ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


ধর্মীয় এই আয়োজনে অংশগ্রহণ শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কলোনির অভ্যন্তরে বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন, তাদের দৈনন্দিন জীবনসংক্রান্ত সমস্যা, প্রত্যাশা ও মতামত মনোযোগসহকারে শোনেন।
মতবিনিময়কালে তিনি পারস্পরিক সহাবস্থান, সামাজিক ঐক্য এবং ধর্মীয় সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা, শিক্ষা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে তার ভাবনার কথাও উপস্থিতদের সঙ্গে ভাগ করে নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একজন সংসদ সদস্য পদপ্রার্থীর সরাসরি অংশগ্রহণ সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব কমায়। তাদের মতে, এমন উপস্থিতি মানুষের মধ্যে আস্থা তৈরি করে এবং সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠান শেষে এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজনে জনপ্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং জনগণের কথা সরাসরি শোনার মাধ্যমে এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available