নিজস্বা প্রতিবেদক : জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর শনিবার (১৭ জানুয়ারি) অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২৮) স্থগিত করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচনী তফসিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ প্রদান করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


১৬ জানুয়ারি শুক্রবার বায়রার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুনের সই করা এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ভোটার তালিকায় অসংগতি ও নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্টের সমন্বয়ক মোস্তফা মাহমুদ একটি রিট আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ বায়রার নির্বাচনী তফসিলের ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দেন।
এর পরিপ্রেক্ষিতেই গত ২৯ অক্টোবর ঘোষিত নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন বোর্ড।
নির্বাচন স্থগিত হওয়ার পর বায়রা সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক সাধারণ সদস্যের অভিযোগ, নির্দিষ্ট কিছু প্যানেল নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নিজেদের ঘনিষ্ঠ লোকের মাধ্যমে রিট করিয়ে নির্বাচন ভন্ডুল করেছে।
বিশেষ করে ‘সিলভার সেলিম ও ফকরুল ইসলাম পরিষদ’-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন কেউ কেউ। তবে রিটকারী মোস্তফা মাহমুদ জানান, ভোটার তালিকায় স্বচ্ছতা ও নির্বাচনী শুদ্ধি নিশ্চিত করতেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।
এবারের নির্বাচনে ৩টি প্যানেলে বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিলেন। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তের এই স্থগিতাদেশে সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
নির্বাচন বোর্ড জানিয়েছে, আদালতের পরবর্তী নির্দেশনা এবং আইনি প্রক্রিয়া শেষে নির্বাচনের নতুন তারিখ বা পদক্ষেপ সম্পর্কে সদস্যদের অবহিত করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available