নিজস্ব প্রতিবেদক: গত বছরের তুলনায় আসন্ন রমজানে ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি আরও স্বাভাবিক ও স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

২৫ জানুয়ারি রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা করেছি। আমদানি ও উৎপাদনের পরিমাণ বিশ্লেষণ করে এই উপলব্ধিতে পৌঁছেছি যে, গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার আরও ভালো হবে।’
তিনি জানান, ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং তারা ভোগ্যপণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন। শেখ বশিরউদ্দীন বলেন, ‘গত বছরের মতোই সরবরাহ পরিস্থিতি রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পণ্যের দাম কিছুটা কম এবং সরবরাহ কিছুটা বেশি রয়েছে।’
তিনি আরও বলেন, প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেই বাজার এখন স্থিতিশীল অবস্থায় আছে। ‘মূল্য ও সরবরাহ—দুটোই নিয়ন্ত্রণে রয়েছে। তাই আশা করা যায়, এ বছরের রমজানে বিশেষ করে ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে,’ যোগ করেন তিনি।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available