• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩২ সকাল ১১:৩৪:৪৬ (25-Jan-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প

২৫ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৫৩:৪৮

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

Ad

২৫ জানুয়ারি রোববার সকাল ৮টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে।

Ad
Ad

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি অগভীর ভূমিকম্প ছিল। সংস্থাটি আরও জানায়, অধিকাংশ মানুষ ভূমিকম্পটি অনুভব করেননি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন। কেউ কেউ জানান, ঝাঁকুনি তুলনামূলকভাবে শক্তিশালী ছিল। বিশেষ করে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার বাসিন্দারা ভূমিকম্পটি বেশি অনুভব করেছেন বলে দাবি করেন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া অফিসের সহকারী গোলাম মোস্তফা জানান, সকাল ৮টা ৩৪ মিনিটে ৩ দশমিক ৪ মাত্রার একটি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৩১ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, এর আগে গত ৫ জানুয়ারি সিলেট ও আশপাশের এলাকায় ভোর রাতে ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। তখন সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ভূমিকম্প অনুভব করার অভিজ্ঞতা শেয়ার করেন।

সিলেট নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলাতেও ওই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




জাতীয় দলে ফিরছেন সাকিব
জাতীয় দলে ফিরছেন সাকিব
২৫ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫৩:৩২








Follow Us