• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ সকাল ১১:৩৯:২৭ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

নতুন পে-স্কেল নিয়ে আজ আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

৮ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:০৬:৫৮

নতুন পে-স্কেল নিয়ে আজ আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন জটিলতায় দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে নবম জাতীয় পে-স্কেল। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পূর্ণাঙ্গ এক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সচিবালয়ে। 

Ad

জাতীয় বেতন কমিশনের এ সভা থেকে নতুন পে-স্কেল নিয়ে আসতে পারে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকেই গ্রেড সংখ্যা ও বেতন কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে কমিশন।

Ad
Ad

বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড চালু রয়েছে। তবে কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন বৈঠকে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব আলোচনায় আসতে পারে। এ বিষয়ে কমিশনের সদস্যদের মধ্যে ভিন্নমত রয়েছে।

কমিশনের একাংশের সদস্যদের মত হলো, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে যৌক্তিক হারে বেতন-ভাতা বৃদ্ধি করা উচিত। অন্যদিকে কমিশনের আরেকটি অংশের মতে, গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টিতে নামিয়ে আনা প্রয়োজন, যাতে বেতন কাঠামো আরও সহজ ও বাস্তবসম্মত হয়।

জাতীয় বেতন কমিশনের দাবি, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। ইতোমধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনের লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কমিশনের লক্ষ্য হলো একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সুপারিশ প্রস্তুত করা।

কমিশন সূত্র আরও জানায়, আজকের পূর্ণ সভায় বাকি বিষয়গুলোতেও সদস্যরা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন। সভা শেষে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার চূড়ান্ত সময়সূচিও নির্ধারণ করা হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে কমিশন জানিয়েছিল, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য নবম পে-স্কেল প্রণয়নের লক্ষ্যেই সব প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় বিষয়ে ঐকমত্য হলে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে কমিশন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৯ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৭:১৯

পাবনার ২টি আসনে নির্বাচন স্থগিত করল ইসি
পাবনার ২টি আসনে নির্বাচন স্থগিত করল ইসি
৯ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৯:৩১








আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১
আট দিনে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৭১
৯ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৭:৫৮


Follow Us