নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির তথ্য অনুযায়ী, সারাদেশের ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই শেষে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

৪ জানুয়ারি রোববার নির্বাচন কমিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়।


ইসি জানায়, এবারের নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও দাখিল করেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাতিল হয়েছে ১৩৩টি। চট্টগ্রাম অঞ্চলে বৈধ হয়েছেন ১৩৮ জন, বাতিল ৫৬ জন। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও বাতিল হয়েছে ৭৪টি।
খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন এবং ৭৯ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থী ১৩১ জন, বাতিল ৩১ জন। সিলেট অঞ্চলে ১১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং বাতিল হয়েছে ৩৬ জনের।
ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ১১২ জনের। কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থী ২৫৯ জন এবং বাতিল হয়েছে ৯৭ জন। রংপুর অঞ্চলে ২১৯ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ৫৯ জনের। ফরিদপুর অঞ্চলে বৈধ প্রার্থী ৯৬ জন এবং বাতিল হয়েছে ৪৬ জনের মনোনয়নপত্র।
ইসি জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্র কোনো যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
প্রকাশিত ফলাফলের বিরুদ্ধে কোনো প্রার্থীর আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ইসি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available