• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৬ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৪৫:২০ (30-Dec-2025)
  • - ৩৩° সে:

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৩:৫০

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

Ad

৩০ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দেবেন বলে জানিয়েছে তার প্রেস উইং।

Ad
Ad

তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে প্রচার করা হবে।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

শোক বার্তায় প্রফেসর ইউনূস বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক
খালেদা জিয়ার মৃত্যুতে বাফুফের শোক
৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪১:৩৬




জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
৩০ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৩:৫০


Follow Us