• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ রাত ০৮:৫১:১৫ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩৪:৫৫

স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Ad

৩ ডিসেম্বর বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Ad
Ad

সানাউল্লাহ বলেন, ‘বিগত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এর উত্তরণ ঘটাতে সকলের দায় দায়িত্ব আছে। স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই এবং দেশের স্বার্থে একটা ভাল নির্বাচনেরও বিকল্প নেই। 

তিনি আরও বলেন, নির্বাচনের ভোট ও গণভোট একসাথে দিতে একেক জন ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে।

তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার। এবারের নির্বাচনে গণমাধ্যমের অবাধ বিচরণ নিশ্চিত হবে বলেও আশ্বাস দেন তিনি।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় সংসদের নির্বাচনের জোয়ারে আছে নির্বাচন কমিশন। সরকারের সাথে সুর মিলিয়ে শতাব্দীর ভাল নির্বাচন চায় ইসি বলেও জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম
আঘাত এলে এখন থেকে পাল্টা আঘাত : নাহিদ ইসলাম
২৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২২










Follow Us