নিজস্ব প্রতিবেদক: মুক্তিবাহিনীর উপপ্রধান (ডেপুটি চিফ অব স্টাফ) ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ কে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকারকে একটি শোকপত্র পাঠিয়েছেন।

২১ ডিসেম্বর রোববার রাতে ভারতীয় হাইকমিশন এক বার্তায় এই তথ্য জানায়।


হাইকমিশনার প্রণয় ভার্মা শোকপত্রে এ কে খন্দকারকে একজন অসাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে প্রশংসা করেন। এতে বলা হয়েছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশ বিমান বাহিনীর রূপান্তরে তার অসাধারণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান বীর সেনানী এ কে খন্দকার বীর উত্তম ২০ ডিসেম্বর ইন্তেকাল করেন। সাবেক এই এয়ার ভাইস মার্শাল পরে রাজনীতিতে যোগ দিয়ে দুই দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available