• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ দুপুর ০২:৩৫:২৫ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে: ইনকিলাব মঞ্চ

২২ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৩:৪৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, নির্বাচনের আগে হাদি হত্যার বিচার করতে হবে। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার দায়িত্বহীনতায় দেশের এই অবস্থা। দায় এড়ানোর সুযোগ নেই।

Ad

২২ ডিসেম্বর সোমবার দুপুর ১২টার দিকে শাহবাগে সংগঠনটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

Ad
Ad

এর আগে ২১ ডিসেম্বর রোববার রাত ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, বিপুল জনসমাগম ও উচ্চকিত সম্মতির মধ্য দিয়ে ঘোষিত সংগঠনটির দুই দফা দাবির একটিও বাস্তবায়ন হয়নি। একই সঙ্গে অভিযোগ করা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে কোনো ব্যাখ্যা দেননি।

ওই পোস্টে আরও দাবি করা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়নি এবং এসব সংস্থায় থাকা ‘হাসিনার চরদের’ গ্রেপ্তার করা হয়নি। অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছ ও গুরুত্বহীন হিসেবে উপস্থাপন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বিশ্ববাজারে সোনার দামে সর্বোচ্চ রেকর্ড
২২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:২১:৫১









Follow Us