বিনোদন ডেস্ক: কাজের প্রতি নিষ্ঠা ও পেশাদার মনোভাবের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউড তারকা অভিনেতা ইমরান হাশমি। গুরুতর আহত হয়ে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যাওয়ার পরও অল্প সময়ের ব্যবধানে শুটিং সেটে ফিরে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

রাজস্থানে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আওয়ারাপন ২’-এর শুটিং চলাকালীন একটি অ্যাকশন দৃশ্যে মারাত্মকভাবে আহত হন ইমরান হাশমি। আঘাতের ফলে তার শরীরে অভ্যন্তরীণ রক্তপাত শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের সিদ্ধান্তে জরুরি অস্ত্রোপচার করা হয়।


অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। তবে শুটিং বন্ধ থাকলে প্রযোজনা প্রতিষ্ঠানের বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কার কথা ভেবে বিশ্রামে যেতে নারাজ হন এই অভিনেতা। পেটে ব্যান্ডেজ নিয়েই অল্প সময়ের মধ্যে শুটিং সেটে ফেরেন তিনি।
শুটিংয়ে ফিরলেও চিকিৎসকের পরামর্শ মেনে ইমরান হাশমির অ্যাকশন দৃশ্য সীমিত রাখা হয়েছে। পাশাপাশি তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে শুটিং শিডিউলেও আনা হয়েছে কিছু পরিবর্তন।
ইমরানের এই অদম্য মানসিকতা ও দায়িত্ববোধে শুটিং ইউনিটের সবাই ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছেন। সহকর্মী ও টিমের সদস্যরা তার পেশাদার আচরণ, নিষ্ঠা ও একাগ্রতার ভূয়সী প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, দীর্ঘ ১৮ বছর পর বলিউডের আলোচিত সিনেমা ‘আওয়ারাপন’-এর সিক্যুয়াল আসছে দর্শকের সামনে। নতুন পর্বে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available