নিজস্ব প্রতিবেদক: বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রধান কবি, ফ্যাসিবাদবিরোধী প্রধান কবিকণ্ঠ, কলামিস্ট ও অধ্যাপক কবি আবদুল হাই শিকদারের আজ ১ জানুয়ারি ৭০তম জন্মদিন। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি কবিতা, সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

১৯৫৭ সালের এই দিনে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদীতীরবর্তী গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবা কৃষিবিদ ওয়াজেদ আলী ও মা হালিমা খাতুন ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর ছাত্র। পরিবার থেকেই তিনি শোষণ বিরোধী ও মানবিক চেতনার শিক্ষা লাভ করেন।


শিক্ষাজীবনে তিনি গ্রামের স্কুল, ভূরুঙ্গামারী হাই স্কুল ও রংপুরের কারমাইকেল কলেজে পড়াশোনা করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৯ সালে বাংলায় স্নাতক (সম্মান) সম্পন্ন করেন। দীর্ঘ বিরতির পর শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে বাংলা সাহিত্যে এমএ ডিগ্রি অর্জন করেন।
কবি আবদুল হাই শিকদার সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কবিতা, কলাম, গল্প, শিশু সাহিত্য, গবেষণা ও সম্পাদনায় তিনি সমান দক্ষতার স্বাক্ষর রেখেছেন। এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১৪০টি। তাঁর সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে প্রতিবাদী কণ্ঠ ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available