অনলাইন ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেয়েছেন স্টার নিউজের রিপোর্টার এইচ এম. ইমরান হোসাইন।

৭ জানুয়ারি বুধবার বিকেলে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয় তাকে।


এইচ এম. ইমরান হোসাইন জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মাঠে থেকে সাহসিকতার সঙ্গে ঘটনাপ্রবাহ দৃশ্যমাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও নাগরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের পরিবারকে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি জুলাই আন্দোলনে সাহসী অবদান রাখার জন্য স্বীকৃতি স্বরূপ দেড় শতাধিক সাংবাদিককে ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available