• ঢাকা
  • |
  • সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৫৫:৩২ (17-Nov-2025)
  • - ৩৩° সে:

ভারতীয় নম্বর থেকে ফোন করে প্রসিকিউটরদের হুমকি দেয়া হচ্ছে

১৭ নভেম্বর ২০২৫ সকাল ১১:৪৬:৪১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে হুমকি দেয়া হয়েছে। ১৬ নভেম্বর রোববার রাত থেকে চিফ প্রসিকিউটরসহ টিমের সব সদস্যকে হুমকি দেয়া হয়।

Ad

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে।

Ad
Ad

এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেয়ার কিছু নেই।’

প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছি অধিকাংশ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৫ জন আটক
১৭ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৪:২১






সংবাদ ছবি
পাবনায় কৃষক দিবস অনুষ্ঠিত
১৭ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫২:৪৯


Follow Us