• ঢাকা
  • |
  • শনিবার ২০শে পৌষ ১৪৩২ সকাল ১১:৩৫:০৭ (03-Jan-2026)
  • - ৩৩° সে:

৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৫:৪২

৬.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক: ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিসহ দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Ad

মেক্সিকোর ভূকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ২ জানুয়ারি শুক্রবার সকাল ৭টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে, ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। সান মার্কোস শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী পর্যটন নগরী আকাপুলকো থেকে প্রায় ৯২ কিলোমিটার দূরে অবস্থিত।

Ad
Ad

উল্লেখ্য, মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে ঢাকার সময়ের পার্থক্য প্রায় ১২ ঘণ্টার কিছু বেশি।

এদিকে শুক্রবার সকালে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ন্যাশনাল প্যালেসে এক সংবাদ ব্রিফিং চলাকালে ভূমিকম্পের সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। এ সময় প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম, সাংবাদিক ও উপস্থিত কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন।

কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিফিং পুনরায় শুরু হয়। সে সময় প্রেসিডেন্ট শিনবাউম সাংবাদিকদের জানান, তিনি ইতোমধ্যে গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি বলেন, বেসামরিক প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং সৌভাগ্যবশত রাজধানী মেক্সিকো সিটিসহ দেশের কোথাও ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পঞ্চম দিন আজ
৩ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪২:৫৭


Follow Us