নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় পেট্রোল বোমা, ককটেল ও সাবেক এক সংসদ সদস্যের ছবি সম্বলিত ব্যানার উদ্ধার করেছে পুলিশ।

২ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার মহিষমারী ব্রিজ সংলগ্ন নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে এসব উদ্ধার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে সাবেক সংসদ সদস্য শিমুলের ছবি সংবলিত একটি ব্যানার, ৫টি ককটেল ও ৫টি পেট্রোল বোমা। বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব বিস্ফোরক দ্রব্য ও ব্যানার সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত আলামতগুলো হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available