নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত সৌদি আরবে দীর্ঘ ৭০ বছরের কঠোর নিষেধাজ্ঞার পর প্রথমবারের মতো একটি বার চালু করা হয়েছে। যেখানে অ্যালকোহলবিহীন পানীয় পরিবেশন করা হয়।

সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদে ‘এ-১২’ নামের একটি নতুন ক্যাফে খোলা হয়েছে। যেখানে বিয়ার ও অন্যান্য পানীয় পরিবেশন করা হচ্ছে। যা সম্পূর্ণ অ্যালকোহলমুক্ত।


১৯৫২ সাল থেকে সৌদি আরবে মদপান ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এবং এ ধরনের কার্যক্রমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হত। তাই ‘এ-১২’ ক্যাফেটিতে অ্যালকোহলমুক্ত বিয়ার ও পানীয় পরিবেশনের মাধ্যমে এটির পরিবর্তন ঘটতে যাচ্ছে। সেখানে নারী-পুরুষ একসঙ্গে বসে অ্যালকোহলবিহীন পানীয় উপভোগ করতে পারছেন, যা সৌদির ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোর মতোই সৌদি আরবে এখনো পর্যন্ত পুরোপুরি অ্যালকোহল নিষিদ্ধ। তবে আগামী বছর থেকে অমুসলিম বিদেশী কূটনীতিকদের জন্য সীমিত পরিসরে মদের দোকান চালুর পরিকল্পনাও রয়েছে। এর আগে, ২০২৪ সালে রিয়াদে ইতোমধ্যে একটি দোকানকে অমুসলিম কূটনীতিকদের জন্য মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available