আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে—এমন জোরালো প্রত্যাশার কারণে বিশ্ববাজারে সোনার দাম আবারও প্রায় এক শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২৪ নভেম্বর সোমবার এই মূল্যবৃদ্ধির ফলে হলুদ ধাতুর বাজার নতুন করে চাঙা হয়েছে।


বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৪৩ মিনিটে স্পট সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১১১ দশমিক ৮৬ ডলারে দাঁড়ায়। একই সময়ে, ডিসেম্বরে ডেলিভারির মার্কিন সোনা ফিউচার শূন্য দশমিক চার শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২ ডলারে নির্ধারিত হয়।
টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক বলেন, বাজারে দিন দিন এই বিশ্বাস জন্মাচ্ছে যে, ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমানোর পথে রয়েছে।
নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস শুক্রবার মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের সুদের হার নিকট ভবিষ্যতে কমানো যেতে পারে। তার মতে, এতে ফেডের মুদ্রাস্ফীতির লক্ষ্য বিঘ্নিত হবে না এবং এটি কর্মসংস্থানের বাজারে পতন রোধ করতে সাহায্য করবে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সম্ভাবনা দাঁড়িয়েছে ৭৯ শতাংশে।
মেলেক বলেন, নতুন অর্থনৈতিক ডেটা কিছুটা নিম্নমুখী হতে পারে এবং মুদ্রাস্ফীতিও তেমন বেশি বাড়বে না বলে আশা করা হচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতি সোনার দামের ঊর্ধ্বগতি বজায় রাখার দিকে ইঙ্গিত করছে।
স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল জানান, ফেডারেল রিজার্ভের সুদ কমানো নিয়ে চলমান বিতর্ক এবং বিশেষ করে ইউক্রেন ঘিরে পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি সোনার মূল্য আরও বাড়াতে ভূমিকা রাখতে পারে। তবে তিনি মনে করেন, সোনার দাম আপাতত চার হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপার দাম আউন্সপ্রতি ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫০ দশমিক ৮৪ ডলারে উঠেছে। প্লাটিনামের মূল্যও ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে আউন্সপ্রতি এক হাজার ৫৪৫ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available