আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে রাজি ইরান—দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধজাহাজের বিশাল আকারের একটি বহর এগিয়ে চলেছে ইরানের দিকে, যা সম্প্রতি ভেনেজুয়েলায় পাঠানো বহরের থেকেও বড়। খবর রয়টার্স।

তেহরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফেরার জন্য সময় সীমিত, এবং তারা সম্মত না হলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন।


অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তেহরান, তবে হুমকি অব্যাহত থাকলে শুরু হবে না কোনো ধরনের আলোচনা। একইদিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকির জবাবে আরাগচি বলেন, তেহরান আলোচনার জন্য যেমন প্রস্তুত, তেমনি যুদ্ধের জন্যও প্রস্তুত। পাশাপাশি স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতেও প্রস্তুত ইরান।
এর আগে, শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে জানান, দুই পক্ষের মধ্যে ‘মধ্যস্থতাকারী’ ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে আঙ্কারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available