• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:০৯ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

আমাদের আঙুল ট্রিগারে : ইরানের শীর্ষ কমান্ডার

২৩ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২৯:২৯

আমাদের আঙুল ট্রিগারে : ইরানের শীর্ষ কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার জেনারেল মোহম্মদ পাকপৌর যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংলাপ চলাকালীন ইরানে সামরিক অভিযান চালানোর চেষ্টা করেন, তাহলে তাদের যন্ত্রণাদায়ক ও মর্মান্তিক পরিণতি ভোগ করতে হবে।

Ad

এক লিখিত বিবৃতিতে কমান্ডার পাকপৌর বলেন, ‘আমাদের আঙুল ট্রিগারে আছে। অতীতের অভিজ্ঞতা মনে রাখলে তারা সতর্ক থাকবে। ইরান এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শীর্ষ কমান্ডারের আদেশ পালন করতে আমরা তৈরি।’

Ad
Ad

২২ জানুয়ারি বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রস্তুতি নিচ্ছিল। আমরা হামলার মাধ্যমে সেই প্রক্রিয়া বন্ধ করেছি। ইরান সংলাপে আসছে, কিন্তু কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।’

ট্রাম্পের ভাষণের কয়েক ঘণ্টার মধ্যে জেনারেল পাকপৌর এই লিখিত বিবৃতি দেন।

গত বছর জুনে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলায় ১২ দিনের সংঘাত হয়েছিল, যেখানে বহু শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। এর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক চরম তিক্ত।

দাভোস সম্মেলন থেকে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরানকে নজরে রাখতে দেশের উপকূলে যুদ্ধজাহাজের বিশাল বহর পাঠানো হয়েছে। সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলে পিঠা উৎসব
শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলে পিঠা উৎসব
২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৫:৫৩






Follow Us