• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ সকাল ১০:২৭:৩১ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

পাকিস্তানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬১

২২ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫০:৩৩

পাকিস্তানের শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজার একটি দোকান থেকে ৩০ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত ১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

Ad

করাচির দক্ষিণ জোনের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আসাদ রাজা ২১ জানুয়ারি বুধবার এক ব্রিফিংয়ে জানান, গুল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ‘দুবাই ক্রোকারিজ’ নামের একটি দোকান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বাকি নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

Ad
Ad

তিনি আরও জানান, এই ৩০ জনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে গুল প্লাজায় অগ্নিকাণ্ডে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। এছাড়া এখনও ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।

গত ১৭ জানুয়ারি করাচির অন্যতম বৃহৎ শপিং কমপ্লেক্স গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্লাজার বেসমেন্টে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় ২৪ ঘণ্টা সময় লাগে।

১৯৮০ সালে নির্মিত পাঁচতলা গুল প্লাজাটির আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বড়। এখানে প্রায় ১ হাজার ২০০টির বেশি দোকান রয়েছে, যার অধিকাংশই আগুনে পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রের দাবি, করাচির ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ড।

হতাহত ও নিখোঁজের সংখ্যা বেশি হওয়ার জন্য গুল প্লাজা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছে ফায়ার সার্ভিস। করাচি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে জানান, গুল প্লাজায় মোট ২৬টি গেট থাকলেও চলাচলের জন্য মাত্র দুটি গেট খোলা থাকত। অগ্নিকাণ্ডের সময়ও বাকি গেটগুলো বন্ধ ছিল, ফলে বহু মানুষ ভবনের ভেতরে আটকা পড়েন। এছাড়া মার্কেটের অগ্নিনির্বাপক যন্ত্রগুলোও অকার্যকর ছিল বলে জানান তিনি।

ব্রিফিংয়ে ডিআইজি আসাদ রাজা বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, আগুন থেকে বাঁচতে দোকানটির শাটার নামিয়ে দেওয়া হয়েছিল, যা পরে তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। নিহতদের মধ্যে দোকানের মালিক ও কর্মচারীরাও রয়েছেন।

তিনি আরও জানান, এই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

এদিকে করাচির পুলিশপ্রধান ও কমিশনার সৈয়দ হাসান নাকভি জানিয়েছেন, ঘটনার তদন্তে সিন্ধ প্রাদেশিক সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত আবিষ্কার
পাকিস্তানে তেল-গ্যাসের বিপুল মজুত আবিষ্কার
২২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪০:০৫




Follow Us