• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ রাত ০৩:২৭:০৬ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলার পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

১০ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪৩:৪২

ভেনেজুয়েলার পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবে ক্যারিবীয় সাগরে দেশটির ৫ম তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ৯ জানুয়ারি শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সামরিক বাহিনীর সাউদার্ন কমান্ড। 

Ad

তাদের দাবি, পূর্ব তিমুরের পতাকা উড়িয়ে যাত্রা করছিল ভেনেজুয়েলার মালবাহী যানটি। আর বহন করছিল আন্তর্জাতিক বাজারে অনুমোদনবিহীন নিষিদ্ধ তেল। তাই জয়েন্ট টাস্ক ফোর্সের অভিযানে কোনো সংঘর্ষ ছাড়াই জব্দ করা হয় ট্যাংকারটি।  

Ad
Ad

বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকারের নথি অনুযায়ী, মিনার্ভা এম নামের আগের পরিচয়ে রুশ তেল পরিবহনের কারণে ওলিনা ট্যাংকারটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, উত্তর আটলান্টিকে জব্দ করা ওই জাহাজের ক্রুদের বিরুদ্ধে কোস্টগার্ডের নির্দেশনা না মানার অভিযোগ তদন্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হবে।

উল্লেখ্য, গত বুধবার উত্তর আটলান্টিক থেকে রাশিয়ার পতাকাবাহী ‘ম্যানিরো’ ও ক্যারিবীয় সাগর থেকে ‘এম সোফিয়া’ নামের দুইটি জাহাজ জব্দ করা হয়। এর আগে, গত ডিসেম্বরে ‘স্কিপার’ ও ‘সেঞ্চুরিস’ নামের আরও দুটি জাহাজ জব্দ করেছিল মার্কিন বাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us