• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৫শে পৌষ ১৪৩২ সকাল ১১:৫৬:০৪ (08-Jan-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে নির্ধারিত ৩টি এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি যাত্রীরা

৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৩৫:৪৩

যুক্তরাষ্ট্রে নির্ধারিত ৩টি এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ আরও ২৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করার আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে। এছাড়াও ভিসা বন্ড প্রদানকারী যাত্রীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে তিনটি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

Ad

বাংলাদেশি যাত্রীরা যে ৩টি এয়ারপোর্ট দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন সেগুলো হলো— বোস্টন লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।

Ad
Ad

এই নির্ধারিত এয়ারপোর্টগুলো ছাড়া অন্য কোনো পথে প্রবেশ বা বের হলে বন্ডের শর্ত ভঙ্গ হবে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা 'বি-১' বা 'বি-২' ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে, সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে।

তবে, বাংলাদেশি যাত্রীদের নতুন এ নীতি কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ২৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ২৬ বাংলাদেশি আটক
৮ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৫০:০৫





Follow Us